পুরোদমে চলছে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের চার লেনের কাজ || jagonews24.com

2021-06-15 0

বদলে যাচ্ছে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক। বিদ্যমান দুই লেনের মহাসড়ককে আন্তর্জাতিক মানের চার লেনে উন্নীতকরণে ব্যাপক কার্যক্রম চলছে।

পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের মধ্যে এ কাজ শেষ হলে বিনা বাধায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত ৫৫ কিলোমিটার পথ ভ্রমণ করা যাবে। এটি হবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এবং এশিয়ান হাইওয়ের করিডোর-১ এর অংশ।

প্রকল্পটির কার্যক্রম হাতে নেয়া হয় ২০১৬ সালের মে মাসে। শুরুতে এর ব্যয় ছিল ছয় হাজার ২৫২ কোটি ২৮ লাখ টাকা। পরে আরও ৬০০ কোটি টাকা বাড়ানো হয়।
#highway

Free Traffic Exchange